ব্যবহৃত মাস্ক দিয়ে তৈরি হচ্ছে তোষক, কিনছেন সাধারণ মানুষও । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

একদিকে চলছে টিকা উৎসব, অপরদিকে জঞ্জালে ফেলে দেওয়া ব্যবহৃত মাস্ক ব্যবহার করে তৈরি হচ্ছে গৃহস্থালির বিছানার তোষক।নয়া সংক্রমণ চোখ রাঙাচ্ছে, সংক্রমিতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সংক্রমনের দিক থেকে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে নাম লেখালো ভারত। নাজেহাল গোটা বিশ্ব ঠিক এমন সময় সংক্রমনের বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী । হ্যাঁ ঠিকই শুনেছেন, ঠিক এমনই তথ্য উঠে এসেছে, গোপন সূত্রে ।জলগাঁওয়ের ‘মহারাষ্ট্র ম্যাট্রেস সেন্টার’ নামে যে কারখানায় তোষক তৈরি হত, সেটি মুম্বই থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

আচমকা তল্লাশি চালায় মহারাষ্ট্রের জলগাঁও জেলার এই তোষক তৈরির কারখানায়। জানতে পারা যায় ব্যবহৃত মাস্ক গুলিকে সংগ্রহ করে সেগুলো কুচিয়ে তুলোর পরিবর্তে ভরে তোষক নির্মাণ করা হচ্ছে এবং সেগুলিকে বিক্রয়ের জন্য কিছু দোকানে পাঠিয়ে দেওয়া হচ্ছে । এবং সেই তোষক সংগ্রহ করছেন গোটা দেশের সাধারণ মানুষ । ফলে নিজের মুনাফা কামানোর জন্য সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে করোনা সংক্রমনের ব্যবহৃত মাস্ক। ইতিমধ্যে কারখানার মালিক আমজাদ আলি মনসুরিকে গ্রেফতার করে, তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মালা রুজু হয়েছে। পাশাপাশি কোভিড বিধি মেনে ঐ সমস্ত মাস্ক পুড়িয়ে দেওয়া হয়েছে । আমজাদকে জেরা করে চক্রের সঙ্গে আরও কে বা কারা কারা যুক্ত তার সন্ধান করছে পুলিশ। ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গেছে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ট্যাক্সি থেকে ধাক্কা মারায় রাস্তায় পড়ে মৃত্যু বৃদ্ধের । এম ভারত নিউজ

দিনের পর দিন হিংসা বেড়েই চলেছে| হিংসার বলি হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সকলেই|এরকমই এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল খাস কলকাতা| অতিরিক্ত ভাড়া চেয়েছিল ট্যাক্সিচালক, এবং এই ভাড়া নিয়েই অসুস্থ বৃদ্ধ যাত্রীর সঙ্গে বচসা বাঁধে চালকের। তারপরই গভীর রাতে বৃদ্ধর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়| পরিবারের অভিযোগ, বচসার জেরেই […]

Subscribe US Now

error: Content Protected