নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : এবার তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ধরাল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সহ ৫৫০ জন কর্মী-সমর্থক আজ কংগ্রেসে যোগদান করেন।

মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা অঞ্চলে আজ নির্বাচনী কর্মীসভা করলেন বহরমপুর লোকসভার সাংসদ ও প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী। হাজার হাজার সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে রানীনগর বিধানসভায় রামনগর ডিএন ক্লাবের ময়দানে আজকের এই কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। আজকের এই কর্মীসভার মঞ্চ থেকে রানীনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম, ডোমকল বিধানসভা কেন্দ্রের প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান তৃণমূলের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ ছুড়ে দেন। তৃণমূলকে তোলাবাজ বলেও কটাক্ষ করেন তারা। এই সভামঞ্চেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মমতাজ বেগম হীরার নেতৃত্বে ৫৫০ জন তৃণমূলের কর্মী-সমর্থক কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
মুর্শিদাবাদে এই যোগদানের ফলে সেখানে তৃণমূলের ক্ষমতা যে খানিকটা কমলো, ও কংগ্রেস যে নিজেদের হাত আরও শক্ত করল,একথা বলাই যায়।