দেশে শিশুদের ব্ল্যাক ফাঙ্গাস আক্রমনের প্রথম ঘটনা ঘটল গুজরাটে। গুজরাটের এক ১৫ বয়সী কিশোরের শরীরে দেখা দিল ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ওই নাবালক। এপ্রিল মাসে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িও ফিরে যায় সে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস আক্রমনের লক্ষণ দেখা দেয় তার শরীরে। আপাতত গুজরাটের অ্যাপেল শিশু হাসপাতালে চিকিৎসা চলছে তার। শিশুরোগ বিশেষজ্ঞ অভিষেক বনশল জানান, এটিই দেশের প্রথম শিশুদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস আক্রমনের ঘটনা। যদিও আপাতত সেরেই উঠছে ওই কিশোর। দু তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর।
শুক্রবার গুজরাটের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয় যে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ১১০০ জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। এঁদের সকলেই করোনা থেকে সেরে ওঠার পরই আক্রান্ত হয়েছেন বলেই জানানো হয়। করোনা আক্রমনের পরই শরীরে বাসা বাঁধছে মারণ ব্ল্যাক ফাঙ্গাস। ডায়াবেটিস, ক্যান্সার বা কোনো বড় ধরণের অসুখের রোগীরাই এর প্রধান শিকার হচ্ছে। চিকিৎসকদের দাবী করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের ফলেই আরও বেশি মাত্রায় করোনা রোগীদের শরীরে বাসা বাঁধছে এই ছত্রাক। প্রসঙ্গত ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে রাজস্থান এবং তেলেঙ্গানা সরকার। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আজই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে।