দুঃস্বপ্ন কী তাহলে সত্যি হবে ! শেষ মুহূর্তে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক। জানা যাচ্ছে অলিম্পিক ভিলেজে বাড়ছে করোনা সংক্রমণ। তাই শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যেতে পারে অলিম্পিক। এমনই আশঙ্কা প্রকাশ করলেন অলিম্পিক পরিচালনা কমিটির প্রধান তসিরো মুতো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানতে পারা গেছে ,গত ২১ শে জানুয়ারি থেকে ক্রমাগত বেড়ে চচলেছে সেদেশের করোনা সংক্রমণ। সে দেশের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য বলছে, মঙ্গলবার টোকিওতে ১,৩৭৮ নতুন কোভিড কেস ধরা পড়েছে। আর দু রাত পোহালেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২১। আর তার আগেই অতিরিক্ত মাত্রায় করোনা সংক্রমণ রীতিমতো চিন্তায় ফেলেছে সকলকে। ইতিমধ্যে প্রায় সব দেশের খেলোয়াড়রা পৌঁছেছেন সেদেশে। সেক্ষেত্রে টোকিও অলিম্পিক বাতিল হওয়া তাঁদের জন্য বেশ কিছুটা দুঃস্বপ্নের মতই।

এই প্রসঙ্গে অলিম্পিক পরিচালক কমিটির প্রধান তোসিরো মুতো জানিয়েছেন, এই মুহূর্তে দেশে যেভাবে করোনা সংক্রমণ হচ্ছে তাতে নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে উদ্ধত হয়েছেন তাঁরা। সম্পূর্ণভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও, বাতিলের প্রসঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তাঁরা। দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।