ভারতের করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন ব্রেটলী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 13 Second

দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে ,করোনা যুদ্ধে আর্থিক সাহায্য করার জন্য আগেই এগিয়ে এসেছিলেন প্যাট কামিন্স। এবার ভারতের পাশে দাঁড়ালেন আর এক অস্ট্রেলিয়ান প্রাক্তন বোলার। ভারতের করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন ব্রেটলী। ভারতের এই কঠিন সময় কোভিড যোদ্ধার ভূমিকায় উত্তীর্ণ হয়ে প্রায় ৪১ লক্ষ টাকা দিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে লি দিলেন একটি বিটকয়েন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪০ লক্ষ ৯৫ হাজার ৯৯১ টাকা। দেখলি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন ,তিনি জানেন বর্তমানে ভারত অক্সিজেনের অভাবে ভুগছে তাই তিনি চান তার এই টাকা দিয়ে অবশ্যই অক্সিজেন কেনা হোক।

লি মঙ্গলবার লিখলেন, “ভারত আমার দ্বিতীয় ঘর। এখানকার মানুষের থেকে যে ভালবাসা আর স্নেহ আমি পেশাদার জীবনে এবং অবসরের পরেও পেয়েছি তা অভাবনীয়। আমার মনে ভারতের জন্য আলাদাই একটা জায়গা রয়েছে। এই মহামারিতে ভারতের মানুষের যন্ত্রণায় আমি ব্যথিত। আমি ক্রিপটো রিলিফের মাধ্যমে একটি বিটকয়েন দিলাম। দেশের হাসপাতালগুলিতে যেন অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকে। এটাই চাই।” তিনি টুইটারে আরও লিখেছেন, ‘‌ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ি। খেলার সময় এবং খেলা ছাড়ার পর আমি ভারতের মানুষের যে ভালবাসা পেয়েছি, কখনও ভুলব না। ভারতের মানুষ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।’‌

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মৃতদেহ সৎকারে বাধা, বাধ্য হয়ে স্ত্রীকে সাইকেলে চাপিয়ে ঘুরলেন বৃদ্ধ । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে গোটা দেশ| দেশের বিভিন্ন প্রান্তে মর্মান্তিক দৃশ্য চোখে পড়ছে| হাসপাতালে বেড, পর্যাপ্ত ওষুধ এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছে| এমনকি দেহ সৎকারেও বিপত্তি!শুধু তাই নয়, করোনায় মৃত না হলেও তাঁর সৎকারেও কেউ এগিয়ে আসছেনা, পাছে করোনা হয়ে যায়| এমনই এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ| স্ত্রী […]

Subscribe US Now

error: Content Protected