শাহি বৈঠকের আগেই নন্দিনীকে নিয়ে বড় সিদ্ধান্ত আনন্দের! এম ভারত নিউজ

Mbharatuser

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজভবন বা নবান্নের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

0 0
Read Time:3 Minute, 13 Second

শনিবার সকাল সকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক। আর তারপর থেকেই রাজভবনের একের পর এক পদক্ষেপ। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও অভিযোগ ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে। এবার রবিবার রাতে রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। অসমর্থিত সূত্রে খবর, রাজয়পালের ইচ্ছাতেই তাঁর সচিবকে সরানো হচ্ছে। যদিও রাজ্যপাল এখন দিল্লিতে।রাজভবন সূত্রে খবর, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে বোসের। তার আগের রাতেই রাজভবনের এমন পদক্ষেপে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজভবন বা নবান্নের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

রাজনৈতিক মহলের ধারণা, নন্দিনী চক্রবর্তীকে রাজ‌্যপালের প্রধান সচিব পদ থেকে সরানো নিয়ে দিল্লিতে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। ইতিমধ্যে ১৩টি রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। বাংলায় আনন্দ বোস সদ্য আসায় তাঁকে রেখে দেওয়া হয়েছে। আর এই রাজ্যপালকে বিজেপির মোটেই পছন্দ নয়। তা নিয়ে বিস্তর নালিশ ঠোকা হয়েছে নয়াদিল্লিতেও। রাজ্যপালের শপথ থেকে শুরু করে সরস্বতী পুজোয় ‘হাতে খড়ি’, সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠান এবং বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ-এই সবকিছুর নেপথ্যে নন্দিনীর হাতযশ রয়েছে বলে বিজেপির অভিযোগ।

শনিবার রাজভবনে যান সুকান্ত। বৈঠক করেন বোসের সঙ্গে। তারপরই রাজ্যকে কড়া বিবৃতি রাজ্যপালের। তখন থেকেই বোঝা যাচ্ছিল এবার বুঝি রাজ্য রাজ্যপালের মধুর সম্পর্ক তিক্ত হতে চলেছে। বিজেপি নেতাদের চাপের কাছেই কি এমন সিদ্ধান্ত নিতে হল?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে রাজ্য–রাজনীতিতে। তবে নন্দিনীর জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হবে। আর সেই দায়িত্ব কে পান সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপিতে যোগদান দিব্যেন্দুর? আজই বৈঠকে নাড্ডা। এম ভারত নিউজ

কয়েকদিন ধরেই জল্পনা তৈরি হয়ে দিব্যেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে

Subscribe US Now

error: Content Protected