0
0
Read Time:1 Minute, 21 Second
নিজস্ব সংবাদদাতা, সল্টলেকঃ বুধবার গভীর রাতেই শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির পরিবর্তন যাত্রার অন্তর্গত রথযাত্রার উদ্বোধন করতেই রাজ্যে আসেন তিনি। দিনভর কাকদ্বীপ ও সাগরে একাধিক কর্মসূচি সেরে নিউটাউনে পাঁচতাঁরা হোটেলে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ এবং সিআরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশ রোখা সহ রাজ্যের বিভিন্ন বিষয় সংক্রান্ত আলোচনা হবে বৈঠকে, এমনটাই সূত্রের খবর।
বিএসএফ এবং সিআরপিএফ কর্তারা ছাড়াও বিজেপি রাজ্য এবং কেন্দ্রের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গেও নিউটাউন ওই পাঁচতাঁরা হোটেলে বৈঠক করবেন শাহ। তাঁদের সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তারপর দক্ষিণ কলকাতার উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।