কথা ছিল কালীপুজোতেই দক্ষিণেশ্বর পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। সেইমত চলছিল কাজও। তবে শেষমেশ হল না।
যন্ত্রাংশ সময় মতো এসে না পৌঁছনোয় কাজ শেষ করতে দেরি হয়ে যায়। স্বাভাবিকভাবেই কথা দিয়েও কথা রাখা হল না।

ইতিমধ্যে নর্থ-সাউথ মেট্রোপ্রকল্প সম্প্রসারণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে সিগনালিংয়ের কাজ এখনও বাকি। সেক্ষেত্রে সামনের বছরের শুরুতেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পৌঁছবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। লকডাউনের মধ্যেই লাইন পাতা থেকে শুরু করে স্টেশন সাজানো থেকে শুরু করে যাবতীয় কাজ করা হয়েছে। তবে
কিছু যন্ত্রপাতির জন্যই সময় মতো কাজ শেষ হতে ব্যাঘাত ঘটল।

এসবের মাঝে রবিবার রেলমন্ত্রী পীযূষ গয়াল ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে জানান, দ্রুতগতিতেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলেছে। তাড়াতাড়িই সেই কাজ শেষ হবে। তারপরই ভক্তরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে পারবেন অপেক্ষাকৃত কম সময়ে