Read Time:1 Minute, 13 Second

মাত্র ১১ মিনিটের মহাকাশ যাত্রায় সফল হল বিশ্বের অন্যতম ধনকুবের ৫৭ বছর বয়সি জেফ বেজোসের স্বপ্ন । নিজের সঙ্গে তিন সঙ্গীকে নিয়ে মহাকাশযান ‘নিউ শেপার্ড’-এ করে নিরাপদেই পৃথিবীতে ফিরেছেন ইনি । বেজোসের নিজস্ব সংস্থা ব্লু অরিজিনের তৈরী করা এই মহাকাশযান । আর নিজের সংস্থার মহাকাশযানে করে নিজেই ঘুরে এলেন বেজোস । বেশ কয়েকদিন ধরেই এই মহাকাশ যাত্রার কথা শোনা যাচ্ছিল, এবারে টা সফল হল । সভাবতই সংস্থার পাশাপাশি সাফল্য পেলেন বেজোসও । পৃথিবীর বায়ুমণ্ডলকে মহাশূন্য থেকে বিচ্ছিন্ন করেছে যে সীমানা তাকে অতিক্রম করল এই ‘নিউ শেপার্ড’ । এদিনের যাত্রার মোট সময় ছিল ১০ মিনিট ২০ সেকেন্ড। এই নয়া সাফল্যে অত্যন্ত আনন্দিত জেফ নিজে ।