উৎসবের দিনে একেবারে হালকা মেজাজে ধরা দিলেন বহু চর্চিত পোড়খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি ক্লাবের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এদিন দাদার অনুগামী
-দের উদ্দেশে শুভেন্দু বলেন, `খুব তাড়াতাড়ি যেন করোনা মহামারি ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়, তাই মায়ের কাছে প্রার্থনা করলাম। পাশাপাশি আমার জেলার মানুষ যাতে সুস্থ থাকে সেই প্রার্থনা করলাম।’
প্রসঙ্গত বেশ কয়েকদিন দলীয় ব্যানার ছাড়াই জেলার বিভিন্ন প্রান্তে সভা করে চলেছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় দলীয় ব্যানার তো দুরস্ত কোথাও নেত্রীর নাম নিতে দেখা যায়নি তাঁকে। তাঁর এই কর্মকাণ্ড নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা শুরু হয়। এসবের মধ্যেই বিষয়টি কর্ণপাত না করেই একের পর এক পুজো উদ্বোধন থেকে বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন তিনি।