এবার টিকাকরণের আওতায় ব্যাঙ্ক কর্মীরাও । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 41 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল অবস্থা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণের কথা ঘোষণা করেছিল আগেই। কিন্তু করোনা পরিস্থিতিতে ব্যাঙ্ক খোলা থাকলেও এতদিন ব্যাঙ্ক কর্মীদের টিকাকরণের ব্যাপারে কিছু জানানো হয় নি৷ এবার রাজ্যের সমস্ত ব্যাঙ্ক কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি এবং বেসরকারি উভয় ব্যাঙ্কের কর্মীরাই পাবেন টিকা। আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হবে বলে জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।

করোনা পরিস্থিতিতে একেবারে মাঠে নেমেই কাজ করতে হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের। লকডাউন চললেও ছুটি বা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নেই তাঁদের। ইতিমধ্যেই করোন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বেশ কিছু ব্যাঙ্ক কর্মী। এই পরিস্থিতিতে কর্মীদের টিকাকরণের দাবীতে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার পরই এমন সিদ্ধান্ত নিল রাজ্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবশেষে যুদ্ধবিরতি ইসরায়েল-গাজায় । এম ভারত নিউজ

অবশেষে থামল ইসরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ। দীর্ঘ ১১দিন ভয়াবহ যুদ্ধের পর কার্যকরী হল যুদ্ধবিরতি। আজ থেকেই কার্যকরী হয়েছে এই যুদ্ধবিরতি। আন্তর্জাতিক চাপ এবং মিশর, কাতারের মধ্যস্থতায় অবশেষে কার্যকরী হল যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতিতে সায় দিয়েছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসও। ইসরায়েল এবং হামাসের যুদ্ধে বিরতির প্রস্তাব দিয়ে হস্তক্ষেপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো […]

Subscribe US Now

error: Content Protected