নির্বাচন কমিশনের দ্বারস্থ কমল হাসান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 8 Second

ইতিমধ্যেই মোট চারটি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে নির্বাচন প্রক্রিয়া। আজ পশ্চিমবঙ্গ সহ নির্বাচন চলছে কেরালা, তামিলনাড়ু , আসাম পুদুচেরি প্রভৃতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সাউথের সমস্ত রাজ্যগুলিতে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হচ্ছিল। তবে এরই মাঝে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হলো কামাল হাসানকে। আজ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্র পৌঁছেছিলেন কামাল হাসান সঙ্গে নিয়ে গিয়েছিলেন দুই কন্যা কেউ । তবে বেলা বাড়তে না বাড়তেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ করতে হলো তাঁকে। উত্তর চেন্নাইয়ের বেশিরভাগ বুথে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়ম, অভিযোগ দায়ের কমিশনের । শুধু তাই নয় পাশাপাশি টোকেন দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিলেন কমল হাসান। এক লিখিত অভিযোগে তিনি জানান, ভোটারদের কুপন বা টোকেন দেওয়া হচ্ছে। ভোট দিতে গেলে কোন কুপন দেওয়া হয় বলে জানা নেই। বলা হচ্ছে এই কুপন দেখালে ভোটের পরে টাকা পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি ।তাই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ কমল হাসানের। তবে এখানেই দমে যায়নি সেই রাজ্যের বিজেপি শীর্ষ নেতারা। পাল্টা অভিযোগ এনেছে বিজেপি। ভোটারদের মধ্যে টাকা বিতরণ করে প্রভাবিত করছে ডিএমকে, অভিযোগ বিজেপির।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃতীয় দফার নির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে । এম ভারত নিউজ

বঙ্গে তৃতীয় দফার ভোট হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় । এই তৃতীয় দফা অর্থাৎ আজকের ভোটেও জেলার বিভিন্ন জায়গায় হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছিল । হুগলির আরামবাগে তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল কে বাঁশ, ইঁট নিয়ে তাড়া করে বিজেপির দুষ্কৃতীরা, তিনি আহতও হন । বাঁশের আঘাতে তার কোমর ঘাড়ে চোট লাগে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected