মায়ানগরীতে দাঁড়িয়ে ‘জয় মরাঠা, জয় বাংলা’ শ্লোগান মমতার । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 55 Second

মঙ্গলবার সন্ধ্যাতেই মুম্বই পৌঁছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন । পুজো দেওয়ার পর তিনি বলেন, এর আগে বহুবার আসার ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠেনি। এর পাশাপাশি সেখানকার মন্দিরের পুরোহিত এবং ট্রাস্টের লোকেদের অনেক ধন্যবাদও জানান তিনি। তিনি আরোও বলেন, এখানে সবার জন্য প্রার্থনা করেছি। সময় সুযোগ হলে আবার আসার কথাও বলেও তিনি। সব শেষে বলে উঠেন, জয় মরাঠা, জয় বাংলা।

রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক মহলের মতে, মমতার এ বারের মুম্বই সফর রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার দুপুরে মুম্বই যাওয়ার আগে মমতা কলকাতা বিমানবন্দরে বলেছিলেন, শরীর খারাপের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দেখা করতে না পারলেও দেখা করবেন তাঁর ছেলে আদিত্য ঠাকরে । এ ছাড়া এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও মুখ্যমন্ত্রীর দেখা হওয়ার কথা রয়েছে ।

সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মঙ্গলবার রাতে মুম্বই পৌঁছনোর কথা রয়েছে । শিল্প সম্মেলনে উপস্থিতি ঘোষিত উদ্দেশ্য হলেও, মমতার মুম্বই সফরের রাজনৈতিক ‘তাৎপর্য’ রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সপ্তাহের শেষে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা । এম ভারত নিউজ

আবারও নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে ওই নিম্নচাপ পরিণত হবে। ফলে দক্ষিণবঙ্গে শীত বাধা পাবে বৃষ্টির কারণে ।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন ঠান্ডা থাকবে বঙ্গে। মূলত একটি নিম্নচাপ তৈরি হয়েছে থাইল্যান্ড উপকূলে । আগামী ১২ ঘন্টায় নিম্নচাপটি সরে অবস্থান করবে আন্দামানের কাছে । এরপরে সেটা উত্তর-পশ্চিম দিকে সরে […]

Subscribe US Now

error: Content Protected