দিনভর নিম্নচাপ, মহানগরী মজেছে ধনদেবীর আরাধনায়। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 45 Second

কিছুদিন আগেই মহামায়াকে বিদায় জানিয়েছে বাঙালি। এখনও কাটেনি বিজয়া দশমীর রেশ। কিন্তু দেবীপক্ষ শেষ হতেই গোটা রাজ্য মেতে উঠেছে ধনদেবীর আরাধনায়। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। হিন্দু শাস্ত্র মতে, কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে। মনে করা হয়, যারা আজ সন্ধ্যেবেলায় লক্ষ্মীদেবীর আরাধনা করে সারারাত জেগে থাকবেন তারাই দেবীর কৃপা লাভ করবেন, তাঁদের গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন দেবী। ঘরে ঘরে চলছে মায়ের পুজোর প্রস্তুতি। এই মহামারীর আবহেও খামতি নেই পুজোর আয়োজনে। যদিও সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হলেও পুজোর জোগানের জন্যে ছাতা মাথায় বাজারে ভিড় জমিয়েছেন আম-জনতা। মা লক্ষ্মীর আরাধনার দিনে শাক-সবজি থেকে ফলমূল, মিষ্টি কিংবা মাছ, দাম আকাশ-ছোঁয়া।

গতকাল তারাপীঠে মা তারার আবির্ভাব দিবস এবং কোজাগরী পূর্ণিমা তিথি থাকায় মা তারা উপাসিত হয়েছেন মহালক্ষ্মী রূপে। রাজনীতির ময়দান হোক বা গানের মঞ্চ সবকিছু দক্ষ হাতে সামলে আজ মায়ের আরাধনায় মেতেছেন গায়িকা অদিতি মুন্সী। আবার একই ছবি দেখা গেল সোনারপুরের বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্রের বাড়িতেও। টলিউড অভিনেত্রী তনুশ্রীর বাড়িতে আজও অমলিন পুজোর ভোগে ইলিশের চল। অপরদিকে এইবছর মহামারী এবং পরিজন বিয়োগের দরুন পুজোর এলাহী আয়োজন আপাতত স্থগিত রেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই বছর পুরোহিতের বদলে মায়ের পুজো সারবেন তিনি নিজেই। গতকাল উত্তমকুমারের বাড়ির পুজোতে নাতি গৌরব ও নাতবউ দেবলীনার আমন্ত্রণে হাজির হয়েছিলেন মদন মিত্রও। সাধারণ গৃহস্থ বাড়ি থেকে টলিউডের সেলেব,- ধনদেবীর কৃপা লাভের আশায় আজ প্রত্যেকেই মেতেছেন মা লক্ষ্মীর আরাধনায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিউড়িতে লরি-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ। এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুরে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুটি লরি ও ডাম্পারের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে। এই সংঘর্ষের ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে ওই মোড়ে অবস্থিত একটি […]

Subscribe US Now

error: Content Protected