Read Time:1 Minute, 19 Second

সাত পাকে বাধা পড়লেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর। শনিবার দিল্লির এক গুরুদুয়ারাতে সব নিয়ম মেনে পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাধলেন নেহা। হলদি, মেহেন্দি, সঙ্গীতের বহু ছবি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই জুটি। তবে বিয়ের ছবি আগেই ফাঁস হয়ে গেল। বিয়েতে নেহা পড়ছেন পেইল পিংক রঙ। ঠিক একই রঙের লেহেঙ্গায় বিয়ে করতে দেখা গিয়েছে অভিনেতা অনুষ্কা শর্মাকে।

রোহনের পোশাকে ছিল লালরঙের ছোঁয়া। পরনে শেরয়ানি, মাথায় পাগড়ি, রীতি অনুযায়ী হাতে ছিল তলোয়ার। তবে করোনার কারণে শিখ বিয়ের এই অনুষ্ঠানে পরিবার ও একদম কাছের বন্ধু ছাড়া কেউই শামিল হতে পারেননি। এদিন একদম ব্যান্ড-বাজা সহ বেরিয়েছিল নেহার বারাত। নেহার দাদা টনি কক্করকেও জমিয়ে নাচতে দেখা গেল বিয়ের অনুষ্ঠানে।
