উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 34 Second

নয়া সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের। তৈরি হতে চলেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠায় ছাড়পত্র দিলেন যোগী আদিত্যনাথ।জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর তৈরি করার জন্য, ২০০ একর জমি চেয়ে ইউপিইআইডিএ-র সিইও ও অতিরিক্ত মুখ্যসচিবকে অবনীশ অবস্তিকে চিঠি দেওয়া হয়েছিল ব্রহ্মস এরোস্পেসের ডিরেকটর জেনারেল সুধীরকুমার মিশ্রের তরফে। এই গোটা প্রকল্পটিকে ইতিমধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়েছে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে। এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানত কোন রাজ্যে কারখানা তৈরি করা হলে সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি ঘটে থাকে।

এমনটাই জানানো হল উত্তর প্রদেশের তরফেও। উৎপাদন ক্ষেত্রে নতুন করে কর্মসংস্থান তৈরি হবে অনেকেরই। এই কর্মসংস্থানে ৫০০ জন ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদদের নেওয়া হবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্পে বিনিয়োগ হতে চলেছে ৩০০ কোটি টাকা। এই প্রকল্প শুরু হলে মোট কর্মসংস্থান হবে ৫ হাজার। এমনকি কাজ পেতে চলেছেন প্রায় ১০ হাজার মানুষ।রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,’ আগত তিন বছরে ১০০-র বেশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, খুব শীঘ্রই উৎপাদনকেন্দ্রের কাজ শুরু হতে চলেছে। সেই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র নির্মাণের গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজও চলবে। মূলত এই সিদ্ধান্তের ফলে এই প্রতিরক্ষাক্ষেত্রে কর্মরত আরও অন্যান্য অনেক সংস্থার উত্তরপ্রদেশে আসার পথ প্রশস্ত হল।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগানিস্তানের নয়া প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা আব্দুল কাইয়ুম । এম ভারত নিউজ

এখনই সরকার গঠন করছেনা তালিবানরা, তবে ইতিমধ্যে নির্বাচিত হল সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। দেশের প্রতিরক্ষা মন্ত্রী তাও কিনা অন্য দেশের কারাগারে দীর্ঘ সাত বছরের বন্দিদশা কাটিয়ে আসা জঙ্গী! হ্যাঁ, ঠিকই শুনছেন । আমেরিকার গুয়ানতেনামো বে-তে দীর্ঘ ৭ বছর কড়া নিরাপত্তা রক্ষীদের নজরবন্দী করে রাখা হয়েছিল, মোল্লা আব্দুল কাইয়ুমকে। জানা যাচ্ছে, […]
News_1004

Subscribe US Now

error: Content Protected