উন্নয়নের নিরিখেই হবে ভোট, দাবি তৃণমূল প্রার্থীদের ৷ এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 41 Second

নিজস্ব সংবাদদাতা, সল্টলেকঃ বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সুজিত বসু। পুনরায় প্রার্থী হওয়ায় বেশ খুশি তিনিও। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা হওযার পর সাংবাদিকদের সামনে সুজিত বসু জানান, আমি আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব। জয়ের ব্যাপারে আশাবাদী সুজিতবাবু বলেন, উন্নয়নের নিরিখেই একুশের বিধানসভা নির্বাচন হবে। আমার লক্ষ্য একটাই উন্নয়ন এবং মানুষের জন্য ভালো কাজ করা। এই মুহূর্তে জনগণের আর্শীবাদ চাই। তিনি বলেন, আমি নতুন লোক নই। পুরনো লোক আমি। ৮৬ থেকে বিভিন্ন নির্বাচন জিতে আসছি। দু-একবার হারলেও সেক্ষেত্রে আমাকে জোর করে হারানো হয়েছিল। অনেক কাজ করেছি এলাকায়। এখনও অনেক কাজ বাকি। কোভিডের কারণে ৯ মাস কাজ হয়নি। মানুষের জন্য সেসব কাজ করব। এদিন কাজের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা পেয়েছেন বলে জানান সুজিত বসু।

এদিকে, রাজারহাট নিউটাউনের প্রার্থী হয়েছেন তাপস চট্টোপাধ্যায়। তাঁর সমর্থনে এদিন বিকেলে তাঁর অনুগামী তথা তৃণমূল কর্মীদের ব্যাপক উচ্ছ্বাসে ফেটে পড়েন। সবুজ আবীর নিয়ে অকাল হোলিতে মেতে ওঠেন তাঁরা। প্রার্থীকেও সবুজ আবীরে রাঙিয়ে তাঁর নামে জয়ধ্বনি দিতে শোনা যায় কর্মীদের কণ্ঠে। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীও। বলেন, উন্নয়নের নিরিখেই একুশের বিধানসভা ভোট হবে। যেভাবে এলাকায় কাজ করেছেন তিনি। তাতে করে মানুষ তাঁকেই জয়যুক্ত করবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। একইসঙ্গে এলাকার গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, এখানে কোনও গোষ্ঠী নেই। একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। দলের মধ্যে একসঙ্গে থাকলে টুকটাক ঝামেলা হতেই পারে বলে মন্তব্য করেন তাপস চট্টোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

একনজরে হাওড়ায় তৃণমূলের প্রার্থী তালিকা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সদ্য প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা। সেখানে গুরুত্ব পেয়েছে মহিলা, তারকা ও সংখ্যালঘুরা। কথা মতো নন্দীগ্রাম থেকে লড়ছেন তৃণমূল সুপ্রিম স্বয়ং। এবারের নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পাশাপাশি অন্যতম হাওড়া একাধিক বিধানসভা কেন্দ্রগুলি। কারণ ভোটের মুখে হাওড়া জেলা থেকেই মোটের ওপর তৃণমূলের রক্তক্ষরণ বেশি হয়েছে। একনজরে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected