
কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে আবারও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “যশ মোকাবিলায় বাকি ২ রাজ্যকে ৬০০ কোটি আর বাংলাকে মাত্র ৪০০ কোটি কেন” এহেন প্রশ্ন তুলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে বিদ্ধ করলেন তিনি।
ঘূর্ণিঝড় যশ ধেয়ে আসছে বাংলা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে। তা মোকাবিলায় আজ এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখানে যশ আছড়ে পড়ার আগেই বাকি দুই রাজ্যের জন্য ৬০০ কোটি টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করা হলেও বাংলার জন্য বরাদ্দ হয় ৪০০ কোটি টাকা। এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন বাংলার জন্য এত কম কেন? তাতে অমিত শাহ জবাব দেন “এর পিছনে সায়েন্স আছে”। এই জবাবের সূত্র টেনে মমতা আজ সাংবাদিক সম্মেলনে বলেন ” আমি একটু আধটু পলিটিক্যাল সায়েন্স বুঝি,কিন্তু এই সায়েন্সটা ঠিক বুঝিনা”।
করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরও কেন্দ্রের বৈষম্য এবং বিমাতৃসুলভ আচরণের অভিযোগ এনেছিলেন মমতা। এবার যশ সম্পর্কিত বৈঠকের পরও উঠল একই অভিযোগ। বাংলাকে বঞ্চিত করতে বিজেপির কেন্দ্রীয় সরকার, আজকের ‘শাহি’ বৈঠকের পর এমনটাই দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।