দেশজুড়ে চলছে আনলক 4। এরই মাঝে বেশ উদ্বেগ বাড়াচ্ছে শহর কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা৷ তিন থেকে বেড়ে হল চার৷ এর আগে এক থেকে বেড়ে তিন হয়েছিল৷ স্বাভাবিকভাবেই বেশ উদ্বিগ্ন শহরবাসী। কিছুদিন আগে কলকাতা পুর এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ অনেক এলাকায় কার্যত গহবন্দি ছিলেন শহরবাসী৷ সেখান থেকে ধীরে ধীরে তারা মুক্ত হন৷ কারণ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এসেছিল৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে, টালিগঞ্জ, ক্ষুদিরাম পল্লী শখের বাজার,রবীন্দ্র সরোবর ও বালিগঞ্জের কিছু এলাকা৷ তবে নতুন তালিকায় বাদ গিয়েছে গিরিশ পার্ক৷ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ার পাশাপাশি কলকাতা এখনও রাজ্যের আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে৷ তবে মাঝে সুস্থতার হার আক্রান্তদের হারকে ছাপিয়ে যাচ্ছে।
কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে চার । এম ভারত নিউজ
দেশজুড়ে চলছে আনলক 4। এরই মাঝে বেশ উদ্বেগ বাড়াচ্ছে শহর কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা৷ তিন থেকে বেড়ে হল চার৷ এর আগে এক থেকে বেড়ে তিন হয়েছিল৷ স্বাভাবিকভাবেই বেশ উদ্বিগ্ন শহরবাসী। কিছুদিন আগে কলকাতা পুর এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ অনেক এলাকায় কার্যত গহবন্দি ছিলেন শহরবাসী৷ সেখান থেকে ধীরে ধীরে তারা মুক্ত হন৷ কারণ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এসেছিল৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে, টালিগঞ্জ, ক্ষুদিরাম পল্লী শখের বাজার,রবীন্দ্র সরোবর ও বালিগঞ্জের কিছু এলাকা৷ তবে নতুন তালিকায় বাদ গিয়েছে গিরিশ পার্ক৷ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ার পাশাপাশি কলকাতা এখনও রাজ্যের আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে৷ তবে মাঝে সুস্থতার হার আক্রান্তদের হারকে ছাপিয়ে যাচ্ছে।