পর্যটন খাতকে শক্তিশালী করতে বিভিন্ন দেশই এখন ফ্রি ভিসা দেওয়া চালু করেছে। সেই ধারাবাহিকতায় এবার ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা বিবেচনা করছে ইন্দোনেশিয়া। পর্যটন ও অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পর্যটনবিষয়ক মন্ত্রী স্যান্ডিয়াগা উনো।
আমেরিকা, চিন, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্তত ২০ দেশের নাগরিকদের এ সুবিধা দিতে পারে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এক বিবৃতিতে পর্যটনবিষয়ক মন্ত্রী বলেছেন, পর্যটন এবং অর্থনীতিকে চাঙা করতে সরকার ২০টি দেশকে ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা দেওয়ার কথা ভাবছে। আগামী এক মাসের মধ্যে এসব দেশের তালিকা এবং এ সংক্রান্ত বিধান চূড়ান্ত করবে ইন্দোনেশিয়া সরকার। তিনি জানান, অর্থনীতি ও পর্যটনকে চাঙা এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় হিসেবে ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বিবেচনা করতে ক্ষমতাসীন সরকারকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
দেশটির সরকারি তথ্যানুযায়ী, ২০১৯ সালে এক কোটি ৬০ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক ইন্দোনেশিয়া ভ্রমণ করেছেন। কিন্তু করোনা মহামারির সময় দেশটিতে বিদেশি পর্যটকদের সংখ্যা তলানিতে ঠেকে। তবে মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ার পর দেশটিতে আবারও পর্যটকদের উপস্থিতি বাড়ছে। উল্লেখ্য, সম্প্রতি চিন, ভারতসহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা চালু করেছে থাইল্যান্ড এবং মালয়েশিয়া।