পেগাসাস কাণ্ডে নয়া মোড়, তিন সদস্যের দল গঠন শীর্ষ আদালতের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 12 Second

পেগাসাসকাণ্ড নিয়ে বারবার তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। বারংবার বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। শেষপর্যন্ত সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এবার সেই বিতর্কিত পেগাসাসকাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। ১ অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও ওই কমিটিতে থাকছেন দু’জন সাইবার বিশেষজ্ঞ। বুধবার এই মামলার রায় দিতে গিয়ে কমিটি গঠনের কথা জানায় সুপ্রিম কোর্ট। এই মামলার রায় ঘোষণার সময় কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, “কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও জবাব দেয়নি কেন্দ্র।ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ। বেশ কয়েকজন আবেদনকারী সরাসরি পেগাসাসের শিকার। এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রের গুরুদায়িত্ব সতর্ক থাকা।” এরপরেই জর্জ অরওয়েলের উক্তি তুলে ধরে মন্তব্য প্রধান বিচারপতি বলেন, “গোপন রাখতে চাইলে নিজেদের থেকেও গোপন রাখা উচিত।”

তিন সদস্যের ওই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরবি রবীন্দ্রন। কমিটির বাকি দুই সদস্য হলেন সাইবার বিশেষজ্ঞ অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। এদিন এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, ‘কেন্দ্রের পক্ষ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ খণ্ডন করা হয়নি। এক্ষেত্রে প্রাথমিক ভাবে পিটিশনকারীদের বক্তব্য মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনও বিকল্পপন্থা নেই। এ জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল।’ এই প্রসঙ্গে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বক্তব্য, “নির্বিচারে কোনও ব্যক্তির গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট নীরব দর্শক হয়ে থাকবে না।জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সরকার যা খুশি করতে পারে না।” এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ সপ্তাহ পর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নাম না করেই সুজিত বসুকে কটাক্ষ দিলীপের। এম ভারত নিউজ

পুজোর মরশুম মিটতে না মিটতেই ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। উৎসবের মরশুমে বেলাগাম ভিড়,মাস্কবিহীন ঘোরাফেরাকেই করোনার এই বাড়বাড়ন্তের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবার ফের তৃণমূল নেতা সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে দায়ী করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আগামী ৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা-সহ চার কেন্দ্রে উপনির্বাচন।দিনহাটায় আসন হারানোর ভয় রয়েছে […]

Subscribe US Now

error: Content Protected