টোকেন চালু হওয়া মাত্রই নজির বিহীন ভিড় মেট্রোতে । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 23 Second

দু’বছর পরে টোকেন চালু করল কলকাতা মেট্রো। জানা যাচ্ছে টোকেন চালু করার পরেই দ্বিতীয় দিনে যাত্রীসংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের পরিসংখ্যান অনুসারে মোট ৩ লক্ষ ৪৭ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন মেট্রোর সহযোগিতায়। সেক্ষেত্রে গতকাল যাত্রীসংখ্যা আরও ১০০০০ বৃদ্ধি পেয়েছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এমনকি ৪৪ হাজার নয়া যাত্রী সফর করেছে মেট্রোতে। করোনাকালীন কঠিন পরিস্থিতির জন্য স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল টোকেনের। যার ফলে অতিরিক্ত মূল্য দিয়ে কার্ড কেনার এবং কার্ডে নিয়মিত রিচার্জ করা স্বভাবতই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের জন্য । সেই কারণেই সমস্যায় পড়তে হয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষকেও।

প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৬৩ জন। যার মধ্যে প্রায় ৪৩,৬৬৫ জন যাত্রী টোকেনের সহযোগিতায় মেট্রো যাত্রা করেছিলেন। ইতিমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে টোকেনের ব্যবহার বাড়তে শুরু করতে পারে ফলে ক্রমাগত মেট্রোতে যাত্রী সংখ্যা বাড়তে পারে । সেক্ষেত্রে স্কুল-কলেজ সম্পূর্ণভাবে খুলে গেলে সেই সংখ্যা চার লক্ষ পার করবে বলেই আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ । এছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ যাত্রীরাও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ত্রিপুরা নিয়ে আশাবাদী অভিষেক । এম ভারত নিউজ

আজ ত্রিপুরা পুরসভা নির্বাচনের ভোটগণনায় দেখা যায়, একটি আসন বাদে সব আসনেই জয়ী হয়েছে বিজেপি। তবুও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফল নিয়ে আশাবাদী । পুর নির্বাচনে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে আসার পর অভিষেক স্পষ্টই বুঝিয়ে দিলেন আগামী নির্বাচনে সেখানে এক ইঞ্চিও জমিও ছাড়া হবে না ঘাসফুল […]

You May Like

Subscribe US Now

error: Content Protected