দুর্নীতি মামলায় শনিবার তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু শনিবার রাতে অসুস্থতার কারণে বুকে ব্যথা আছে বলায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপরই তদন্তকারী আধিকারিকদের হাইকোর্ট নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের বাইরে উড়িষ্যায় নিয়ে গিয়ে তদন্ত করা হোক এবং উড়িষ্যার AIIMS-এ ভর্তি করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হোক। এরপরই ইডি পার্থকে নিয়ে সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বরের এইমসে নিয়ে যায় । এইমসে পার্থ চ্যাটার্জি অ্যাম্বুলেন্স থেকে নামলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তার শরীরের অবস্থা কেমন? সেই সময় তিনি বুকে হাত দিয়ে বলেন যে তিনি ভালো নেই, তার বুকে ব্যথা রয়েছে। এরপর হাসপাতালে পৌঁছোলে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক আশুতোষ বিশ্বাস বিকেল চারটে নাগাদ জানান, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক কিছু সমস্যা থাকলেও তেমন কোন গুরুতর সমস্যা নেই, ওষুধ দেওয়া হয়েছে, বুকে কোন সমস্যা নেই এবং আজকেই তাকে ছেড়ে দেওয়া হবে। আর সেই রিপোর্ট কলকাতায় ইডির কাছে পেশ করা হয়েছে। এরপর নেটদুনিয়ায় সাধারণ মানুষদের কাছে এসএসকেএমন-এর স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে নেই গুরুতর সমস্যা: AIIMS । এম ভারত নিউজ
তদন্তকারী আধিকারিকদের হাইকোর্ট নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের বাইরে উড়িষ্যায় নিয়ে গিয়ে তদন্ত করা হোক এবং উড়িষ্যার AIIMS-এ ভর্তি করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হোক। এরপরই ইডি পার্থকে নিয়ে সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বরের এইমসে নিয়ে যায় ।
Read Time:2 Minute, 5 Second