Read Time:57 Second

এক কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় কোয়ারান্টাইনে স্বয়ং ‘হু’ প্রধান । আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাঁর এই পদক্ষেপ । খনও পর্যন্ত তাঁর মধ্যে কোভিডের কোনও উপসর্গ না থাকলেও নিজের বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি । রবিবার ট্যুইট করে নিজে একথা জানিয়েছেন টেড্রস, পাশাপাশি বাড়ি থেকেই কাজ করার কথাও বলেন তিনি । এ-ছাড়াও কোভিডের সংক্রমণের চেনকে ভাঙ্গার, ভাইরাসকে আটকানোর এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় হল ‘স্বাস্থ্য সংক্রান্ত সব বিধি মেনে চলা এও জানান তিনি ।