বৈধ কাগজপত্রের ভিত্তিতে এবার ভারত ভ্রমণ করতে পারবেন আফগান হিন্দু ও শিখরা, এমনটাই জানালেন তালিবান মুখপাত্র। আগামীকাল আফগানিস্তান থেকে সরানো হচ্ছে মার্কিন সেনাদের। আর এই পরিস্থিতিতে এই সুসংবাদ শোনালেন তালিবান মুখপাত্র। জানা যাচ্ছে, প্রয়োজনীয় শংসাপত্রের ভিত্তিতে ভারতে যেতে পারবেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই আফগান হিন্দুদের দেশ ত্যাগের ক্ষেত্রে বাধা দিয়েছিল তালিবানরা। তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সে দেশে উপস্থিত হিন্দুদের জন্য। তালিবান মুখপাত্র জহেবুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আফগান হিন্দু ও শিখদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিদ্রোহী গোষ্ঠী ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রধানের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছে।’ এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেছেন, শিখরা আফগানিস্তানের অংশ এবং তাদের অধিকার সুরক্ষিত থাকবে। এছাড়াও ভারত ভ্রমণে ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করেছে তালিবানরা। আর তারপর থেকেই চলে আসছে তাদের স্বায়ত্তশাসন। আগামীকাল সে দেশ থেকে সেনা প্রত্যাহার করতে চলেছে মার্কিন বাহিনী। ওদিকে ইতিমধ্যেই উচ্ছেদের কাজ বন্ধ করেছে পোল্যান্ড। পাশাপাশি গ্লোব মাস্টার এবং অন্যান্য ভারতীয় বিমান গুলো সরিয়ে নিয়ে আসা হয়েছে ভারত সরকারের তরফে। সেক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্রের ভিত্তিতে হিন্দুদের দেশ ত্যাগের অনুমতি দেওয়ার বিষয়ে তালিবানদের এই সিদ্ধান্তে খুশি সে দেশে উপস্থিত শিখ এবং হিন্দুরা।