Read Time:1 Minute, 3 Second

মা হলেন অভিনেত্রী অমৃতা । গতকাল রবিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন তিনি । ২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দাদা সাহেব ফালকে পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী অমৃতা রাও । এবার বিয়ের প্রায় ৭ বছর পর মা হলেন তিনি । নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সেরম ভাবে প্রকাশ্যে না আনলেও গত মাসের শেষ দিকে স্বামী আনমোলের সঙ্গে মুম্বইয়ের একটি ক্লিনিকের সামনে তাঁকে দেখা যায় । এরপরই তিন মা হচ্ছেন এমন খবর সামনে আসে । সন্তানের জন্ম দেওয়ার পর ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন যার উত্তরে অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন অমৃতা । মা এবং পুত্র দুজনেই এখন বহাল তবিয়তে ।
