কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

সিদ্ধান্ত নিতে সময় লাগলেও শেষপর্যন্ত তৃণমূলে যোগ দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের অন্যতম প্রধান নেতা প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। প্রণব মুখোপাধ্যায় যেখানে তৎকালীন কংগ্রেসের এক প্রধান কান্ডারী হিসেবে ভূমিকা রেখেছেন, সেখানে তাঁর ছেলে হয়েই কংগ্রেস থেকে দলবদল করে তৃণমূলের আসলেন অভিজিৎ। জানা যায় রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত সরাসরি কংগ্রেসের সঙ্গে থাকলেও, রাষ্ট্রপতি হওয়া কালীন সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে । তবে কংগ্রেসের মুশকিল আসান বা ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১০ সালেই তৃণমূলের তরফ থেকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছিল অভিজিৎকে। তবে সে সময় তৃণমূলে যোগ না দিলেও ২০২১ বিধানসভা নির্বাচনের সময় আরও একবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেন তিনি। তারপর পুনরায় তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আহ্বান জানালে শেষ পর্যন্ত তিনি যোগদান করেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে আমরা বামেদের সঙ্গে লড়াই করছি। মানুষ এটা মেনে নেননি। পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডারশিপ দেখিয়েছেন, তা মানুষ গ্রহণ করছেন। সিপিএম-কংগ্রেসের জোট ভুল।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় । এম ভারত নিউজ

শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন কৃষ্ণা রায়। সমস্ত যুদ্ধের অবসান ঘটিয়ে আজ ভোর চারটে নাগাদ মারা যান তিনি, শোকের ছায়া তৃণমূলে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তীতে ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হল জীবন যুদ্ধে হেরে গেলেন কৃষ্ণা রায়। জানা যায় চেন্নাইয়ের […]
politics_51

Subscribe US Now

error: Content Protected