কেন্দ্র সরকারের ক্ষমতায় আসার পর ভারতকে নয়া সাফল্য এনে দিতে একটি নতুন পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , সেটি হলো’ ডিজিটাল ইন্ডিয়া’। সেক্ষেত্রে একটি বিশেষ ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। বলা হয়েছিল’ fasttag ‘ নামক এই বিশেষ সুবিধার মাধ্যমে খুব সহজেই টোল ট্যাক্সের সুবিধা পাবেন সাধারণ মানুষ।

প্রধানত ইন্ডিয়াকে ডিজিটালাইজড করার জন্য এই ছোট ছোট ডিজিটাইজেশন ভীষণভাবে জরুরি বলে মনে করে কেন্দ্র সরকার। তাই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে , আগামী পহেলা মার্চ পর্যন্ত খুব সহজেই বিনা মূল্যে পাবেন গ্রাহকরা।
এখনো পর্যন্ত তথ্য অনুসারে জানা যাচ্ছে এই বিশেষ সুবিধা টির মাধ্যমে ৬০ লক্ষ টাকা অব্দি লেনদেন সম্ভব হয়েছে, যদিও গত বুধবারের এই লেনদেনের অংক ৯০ ছাড়িয়ে গেছে। হাইওয়েতে টোল ট্যাক্স কাটার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায় এইfasttag ব্যবহার করলে, বর্তমানে এটি বাধ্যতামূলক করা হয় এর ব্যবহার এর প্রাচুর্যতা বেড়েছে।