সুপ্রিমকোর্টে একত্রে শপথ-গ্রহণ তিন মহিলা বিচারপতির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 7 Second

দেশের শীর্ষ আদালতে ঐতিহাসিক শপথ গ্রহণের সাক্ষী থাকল গোটা দেশ। প্রসঙ্গত, এই প্রথম দেশের শীর্ষ আদালতে একত্রে ৯ বিচারপতি একত্রে শপথ গ্রহণ করলেন। পাশাপাশি এই ৯ জন বিচারপতির মধ্যে তিনজন মহিলা বিচারপতিও উপস্থিত ছিলেন। এছাড়াও বার কাউন্সিল থেকে সরাসরি সিজিআইয়ে সুযোগ প্রাপ্ত একজন বিচারপতি উপস্থিত ছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। অনুমান করা যাচ্ছে ,আগামী দিনে এই তিন মহিলা বিচারপতির মধ্যেই একজন হতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে মহিলা বিচারপতিদের মধ্যে শপথ গ্রহণ করলেন, বিচারপতি বেলা এম ত্রিবেদী, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি বিভি নাগারত্ন।

প্রসঙ্গত উল্লেখ্য এই তিন মহিলা বিচারপতির যোগদানের পর সুপ্রিম কোর্টের বর্তমান মহিলা বিচারপতির সংখ্যা হল ৪। এখনও পর্যন্ত দেশে মহিলা বিচারপতি হিসেবে শীর্ষ আদালতের কাজ করেছেন এমন বিচারপতিদের সংখ্যা ১১। আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এন ভি রমণের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তাঁরা। পাশাপাশি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অ্যাডিশনাল বিল্ডিংয়ের কমপ্লেক্স অডিটোরিয়ামে। সেক্ষেত্রে দেখতে গেলে এই প্রথম একত্রিতভাবে সকল বিচারপতিরা শপথ গ্রহণ করলেন। এছাড়াও শপথগ্রহণ সাধারণত প্রধান বিচারপতির কক্ষেই হয়ে থাকে। সেক্ষেত্রে এবার শপথগ্রহণের স্থান পরিবর্তন করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ঋতুহারা বাঙালির মননে আজও অটুট ঋতুপর্ণর স্মৃতি । এম ভারত নিউজ

লোকটা যেন কেমন! ছেলেও না আবার মেয়েও না। অদ্ভুত সব পোশাক পড়ে আর মেয়েলি কণ্ঠস্বর। কিন্তু বেড়ে সিনেমা বানায়! বাংলার সিনেপ্রেমীদের কাছে ঋতুপর্ণ ঘোষ এভাবেই পরিচিত। যীশু সেনগুপ্ত বলছিলেন, মুম্বাই নাকি ঋতুদার নাম শুনে শ্রদ্ধায় মাথা নত করে। প্রিয় বন্ধু বুম্বা জানতে চাইছে, আজ কি রান্না হয়েছে জন্মদিন উপলক্ষ্যে। আজ […]

Subscribe US Now

error: Content Protected