ইতিমধ্যেই কয়েকটি অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইয়ং জেনারেশনের মনে জায়গা করে নিয়েছেন সৌরভ দাস। সেই সৌরভ দাসই টলিপাড়া থেকে এবার রাজনৈতিক মঞ্চে। আজ পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূল ভবনে এসে , তৃণমূলে যোগদান করলেন সৌরভ দাস।
সৌরভের ভক্তদের কাছে তার তৃণমূলে যোগদান করাটা ছিল এক অভিনব ঘটনা তবে রাজনৈতিক মহলের টলিপাড়ার সদস্যদের আগমন টা মোটেই অপ্রত্যাশিত নয় কারণ এর আগেও দেব ,নুসরাত ,মিমি একে একে অনেকেই যোগদান করেছেন রাজ্য রাজনীতিতে। পাশাপাশি সৌরভ নিজের মুখে বলেন আগাগোড়াই সাধারণ মানুষের জন্য কাজ করতে চেয়েছেন তিন, সেক্ষেত্রে রাজনৈতিক মঞ্চে তার আগমন খুবই প্রত্যাশিত। পাশাপাশি তাকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দলকে। রাজনৈতিক মহলে অনেকেই বলছেন নতুন জেনারেশনের ইনস্পিরেশন কে হাতিয়ার করেই নব প্রজন্মের কাছে পৌঁছাবে শাসক দল।