পাহাড়ে কোনও বনধ নয়, হুশিয়ারি মমতার। এম ভারত নিউজ

Mbharatuser

দার্জিলিং পাহাড় থেকে এবার ৯০০০ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে

0 0
Read Time:3 Minute, 18 Second

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। আর সেই দিনেই বনধ পাহাড়ে। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে বনধের ডাক দিলেন বিনয় তামাং। সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। ফলে মাধ্যমিকের শুরুর দিনেই ফের পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, এই বনধের মধ্যেই তিন দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে শিলিগুড়িতে একটি সভা করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের ঠিক আগেই বিনয় তামাংয়ের এই বনধের ডাক স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন শিলিগুড়ি পৌঁছেই নাম না করে বিনয় গোষ্ঠীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘পাহাড়ে কোনও বনধ নয়। আমরা বনধ সমর্থন করি না। আন্দোলনের নামে আইন হাতে নেওয়া যাবে না।’ এদিন স্পষ্ট জানিয়ে দেন মমতা।

গতকালই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। বিধানসভায় সেই প্রস্তাব পাশের প্রতিবাদেই বিনয় তামাং গোষ্ঠী পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিল। যদিও বিনয় তামাং আশ্বস্ত করেছেন এক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না। এব্যাপারে পর্ষদ সভাপতির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের নেতা বিনয় তামাং। পর্ষদ সভাপতি বলেন, শুধু ছাত্রছাত্রী নয় শিক্ষক ও অন্যান্য সংশ্লিষ্ঠ ব্যক্তিদের যাতায়াত সুগম করা প্রয়োজন। দার্জিলিং পাহাড় থেকে এবার ৯০০০ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে।

বনধের ডাকের পাশাপাশি ভানু ভবনে চলছে অনশন আন্দোলনও। ২৪ ঘন্টার অনশনে বসেছেন জিটিএ বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল ত্যাগী বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড সহ জিটিএ-এর ৭ জন সদস্য। সমর্থন জানালেও অনশনে বসেননি গোর্খা নেতা বিমল গুরুং। এদিকে, বনধের বিরোধিতা করেছেন অনীত থাপা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফকিরি আড্ডায় মেতে উঠেছে মনসুর ফকিরের গোড়ভাঙ্গা গ্রাম, উৎসবের মেজাজে নদিয়া। এম ভারত নিউজ

১৯৯৯ তে প্রথম এই মেলার সূচনা করেন মনসুর সাহেব। মেলার ক'টা দিন নাচে-গানে জমে ওঠে এই আশ্রম চত্বর

You May Like

Subscribe US Now

error: Content Protected