আসছে শনিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু । এতদিন মঞ্চ থেকে শুভেন্দুর নানা মন্তব্যের মাধ্যমে শুধুই রাজনৈতিক জল্পনা বাড়ছিল । টানা ২০ বছরের সম্পর্ক তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর । সেই সম্পর্কে বেশ কয়েকদিন ধরেই আসতে আসতে চিড় ধরছিল । মনমালিন্যতা মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও তার কোন ফল পাওয়া যায়নি । গত ২৫ নভেম্বর তিনি প্রথমে ইস্তফা দেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে। ২০১১ সাল থেকে এই পদে বহাল ছিলেন তিনি । এর দুদিন পরেই ছাড়েন মন্ত্রীত্ব । সেদিন নবান্ন বন্ধ থাকায় ইস্তফাপত্র যায় কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ।
আর এবার দলে যোগদানের আগে ইস্তফা দেবেন বিধায়ক পদ থেকেও । দল বদলের আগে দিল্লীও যেতে পারেন তিনি । আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওইদিনই শুভেন্দু গড়ে যাবেন অমিত শাহ । তাঁর উপস্থিতিতেই শুভেন্দুর দলবদল হবে বলেই জানা গেছে । অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, তাঁদের সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে । দু-চার দিনের মধ্যেই তিনি দলে যোগ দেবেন ।