আফগানি মহিলাদের জন্য সুখবর নিয়ে এল তালিবান জঙ্গিগোষ্ঠী। বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে আফগানি মহিলাদের। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ কয়েক দিনের তীব্র লড়াই করে অবশেষে আফগানিস্তানকে নিজেদের দখলে নিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী। দীর্ঘ কুড়ি বছর সরকার ক্ষমতায় আসার পর স্বভাবতই স্বায়ত্তশাসন চালানোর চেষ্টা করছে তাঁরা। তবে আজ এক নজিরবিহীন ঘোষণা করেন আফগানিস্তানে নয়া তালিবানি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট আব্দুল গনি বারাদর। ক্ষমতায় আসার পর আজ প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, আগামী দিনে আফগানিস্তানের মহিলাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে তালিবান সরকারের কোনো আপত্তি নেই। মহিলাদের নয়া সরকার ব্যবস্থায় যোগদান করার জন্য আহ্বান জানান তিনি। তার এই ঘোষণার স্বভাবতই চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। গত কয়েক দিনে আফগানিস্তানে বেঘোরে প্রাণ গেছে বহু মানুষের। আর সেখানে তালিবানদের এই ঘোষণা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি সত্যিই নরমপন্থী হচ্ছে তালিবানরা? নাকি কেবলমাত্র মন জয় করার জন্য এই ঘোষণা? এখন দেখার বিষয় সেটি।