সায়নী ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে বিপ্লব দেবের পাশেই দিলীপ। এম ভারত নিউজ

Mbharatuser

সায়নী ঘোষের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু-সহ অন্যান্যরা। এই পরিস্থিতিতে তৃণমূলকে ফের নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

0 0
Read Time:1 Minute, 40 Second

সায়নী ঘোষের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু-সহ অন্যান্যরা। এই পরিস্থিতিতে তৃণমূলকে ফের নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সায়নী ঘোষ গ্রেপ্তারি কাণ্ডে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের পাশেই দাঁড়ালেন তিনি।

সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে কার্যত এক হাত নিলেন দিলীপ ঘোষ। সেখানেই সায়নী ঘোষ প্রসঙ্গে তৃণমূলকেই পালটা আক্রমণ করে তিনি বলেন, “ওরা ত্রিপুরাকে বাংলা বানাবে। গোয়াকে বাংলা বানাবে, সবাই সেটা মেনে নেবে কেন? মুখ্যমন্ত্রীর সামনে বলছে খেলা হবে! এত হিম্মত কেন হবে? একদম ঠিক কাজ করছে ত্রিপুরা পুলিশ। বাংলায় রোজ আমাদের উপর আক্রমণ হয়, তার কোনও বিচার হয় না। ওখানে ওদের চুনোপুঁটি নেতাদের ইট, পাটকেল মেরেছে তাই খুব কষ্ট।” এরপর তৃণমূলকে সতর্ক করে দিয়ে দিলীপ বলেন, “আমি তো বলব, ওদের গোয়া যাওয়া উচিত নয়। ওখানেও হয়তো এই অবস্থাই হবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সায়নী ঘোষের গ্রেপ্তারির প্রতিবাদ এবার বাংলাতেও। এম ভারত নিউজ

ত্রিপুরার রাজনৈতিক চাপানউত্তোরের আঁচ এবার বাংলাতেও। ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা এবং যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ সমাবেশ তৃণমূলের।

Subscribe US Now

error: Content Protected