টুইটার পক্ষপাতদুষ্ট : রাহুল গান্ধী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

টুইটারকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী। এই প্রসঙ্গে তিনি বলেন টুইটার তাঁর প্রোফাইলটি বন্ধ করে রেখেছে। পাশাপাশি তিনি এও দাবি করেন এর মাধ্যমে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া স্থগিত রাখার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “একটি কোম্পানি তাদের ব্যবসা চালানোর জন্য আমাদের রাজনীতিকে সংজ্ঞায়িত করছে এবং একজন রাজনীতিবিদ হিসাবে, তা আমি মোটেও মেনে নিতে পারছিনা। এই পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর একটি আক্রমণ। এটা রাহুল গান্ধীর উপর আক্রমণ নয়, এটি কেবল রাহুলকে বন্ধ করা নয় । ” জানা যাচ্ছে ইতিমধ্যে এই ভিডিওটি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী। মূলত তিনি তাঁর মাইক্রোব্লগিং সাইট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরতেই এই ভিডিওটি তৈরি করেছিলেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার ১৯-২০ মিলিয়ন ফলোয়ার আছে। আপনি তাঁদের মতামত দেওয়ার অধিকারকে অস্বীকার করছেন। আপনারা এটাই করছেন। সুতরাং এটি কেবলমাত্র অন্যায্য নয় ,এটি তাদের এই ধারণাটি লঙ্ঘন করছে যে টুইটার একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম এবং বিনিয়োগকারীদের জন্য, এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়, কারণ রাজনৈতিক প্রতিযোগিতায় পক্ষ নেওয়ার ফলে টুইটার প্রতিক্রিয়া দিয়েছে। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

যাত্রীদের জন্য সুখবর ! সোমবার বাড়তি এক ঘন্টা চলবে মেট্রো । এম ভারত নিউজ

করোনাকালীন কঠিন পরিস্থিতি পার করে পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে মহানগরী। ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে সমস্ত সরকারি এবং বেসরকারি, কর্মসংস্থান গুলি। প্রতিদিনের যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগের থেকে। আজ থেকে মেট্রো সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যেই । কলকাতাতে ২০০টির পরিবর্তে প্রতিদিন ২২৮ টি মেট্রো চলাচল করবে মহানগরীতে। তবে যাত্রীদের জন্য […]

Subscribe US Now

error: Content Protected