0
0
Read Time:1 Minute, 25 Second
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : ফের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তাদের দলীয় পতাকাও পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির শ্যামপুর এলাকায়। অভিযোগ, সোমবার রাতে আচমকাই তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। ব্যাপক মারধর করে। বিজেপির দলীয় পতাকা রাস্তায় ফেলে জ্বালিয়ে দেয়।
মারধরের পর অভিযুক্তরা পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে ফেলে বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপর খবর দেওয়া হয় খেজুরি থানায়। ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটক করে খেজুরি থানার পুলিশ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে এলাকার শান্তি ফেরাতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে তারা।