পদত্যাগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

জল্পনার অবসান অবশেষে পদত্যাগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। কংগ্রেসের চাপে পড়েই আজ বিকেলে পদত্যাগ করলেন তিনি। আজ রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করার পরেই পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তাঁর ছেলে রণিন্দর সিং ঘোষণা করেন, আজই তাঁর বাবা পদত্যাগ করবেন। তিনি আরও বলেন, “আমাদের পরিবারের প্রধান হিসেবে আমাদেরকে নতুন সূচনায় নিয়ে যাবেন”। প্রসঙ্গত উল্লেখ্য অমরিন্দর সিং সাংবাদিক বৈঠকে বলেন, আজ সকালেই তিনি দলের প্রধান সোনিয়া গান্ধীকে ফোন করেছিলেন। জানিয়েছিলেন যে তিনি অপমানিত বোধ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য আজ দুপুর থেকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে । আর বিকেলের মধ্যে সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই।

সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। আর তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং। তিনি বলেন ইতিমধ্যেই তাঁর সম্পর্কে বেশকিছু সন্দেহের জাল ছড়িয়েছে দলীয় সমর্থকদের মনে । আর তা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক।এছাড়াও গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে ছিলেন অমরিন্দর সিং এবং নভজোৎ সিং সিধু, মধ্যেকার বচসা বারংবার তাদের খবরের শিরোনামে টেনে এনেছে। তবে বর্ষীয়ান এই নেতার হঠাৎ পদত্যাগেই চিন্তার ভাঁজ কপালে পরল কংগ্রেসের। ইতিমধ্যেই পাঞ্জাবে নিজেদের গদি প্রতিষ্ঠা করতে উদ্যত হয়েছে আম আদমি পার্টি। এমনকি সেই কারণে সনু সুদকে সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লক ডাউনের বিরুদ্ধে রাস্তায় নামলেন অস্ট্রেলিয়ানরা । এম ভারত নিউজ

কড়া বিধিনিষেধ মানছি না মানবো না! এই স্লোগানে উত্তাল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকার করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লক ডাউন ঘোষণা করে। আর সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল শুরু করেছে সে দেশের জনগন। তাদের দাবি,এতদিন গৃহবন্দি থাকতে পারবেন না। রিচমন্ডের শহরতলীতে প্রায় ১০০ মানুষ ভিড় করেন পুলিশ […]

Subscribe US Now

error: Content Protected