Read Time:1 Minute, 17 Second
মাইক্রোব্লগিং আইন লংঘন করার অপরাধে কংগ্রেসের টুইটার একাউন্ট লক করে দিল টুইটার সংস্থা।রাহুল গান্ধী জানিয়েছেন, আমরা লড়তে জানি। কংগ্রেসের দাবি একজন বালিকা ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ উঠিয়ে তার সঠিক বিচার চাওয়া যদি অন্যায় হয় তাহলে আমরা ১০০ বার এই অন্যায় করতে রাজি আছি। টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরেই কংগ্রেস পার্টির তরফে তাদের ফেসবুক একাউন্টে ‘সত্যমেব জয়তে’ পোস্ট করে তারা সত্যের জন্য লড়তে চায় বলে দাবি করছেন।

কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট লক করার পর তাঁরা দলের আরেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুককে ব্যাপারটি জানানো হয়েছে। কংগ্রেসে জানিয়েছে যখন আমাদের নেতাদের কারাগারে রাখা হয়েছিল, তখন আমরা ভয় পাইনি তবে আমরা এখন আমাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করতে ভয় পাব কেন ?