হাসপাতলে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 2 Second

করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে এবার এইমসে ভর্তি হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বর্তমানে দিল্লি এইমসের চিকিৎসাধীন তিনি। ড:নীরাজ নিশালের অধীনে ভর্তি রয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। জানা যাচ্ছে বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠার পরই তিনি ফের দপ্তরে যোগদান করেন এবং বেশকিছু বৈঠকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগদান করেছিলেন। ইতিমধ্যেই বিভিন্ন আগত পরীক্ষা সম্পর্কে বৈঠক সম্পন্ন করেছেন তিনি।

জানা যায় গত ২১ এপ্রিল করোনার পরীক্ষার , রিপোর্ট পজিটিভ আসে তাঁর। তারপরই দ্রুততার সঙ্গে চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। পরপর বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। যদিও আজ আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা ছিল তাঁর। আগামী দিনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে আজ এই সর্বোচ্চ ঘোষণার কথা টুইট করে জানিয়েছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণেই আজ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পক্রিয়ালকে। বর্তমানে দিল্লি এইমসের প্রাইভেট ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তাঁর এমত অসুস্থতার কারণে আগামী দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্ত এখনও অনির্দিষ্ট রয়ে গেল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবসরের পরেও শোকজের নোটিশ রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে । এম ভারত নিউজ

প্রধানমন্ত্রী রিভিউ বৈঠকে না থাকার জন্য এবার শো কজ করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার জন্য এবার কেন্দ্রীয় সরকারের শো কজের মুখে পড়তে হল রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। কলাইকুন্ডাতেই প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার কারণ দর্শানোর জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে […]

Subscribe US Now

error: Content Protected