বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করায় মমতাকে একহাত নিলেন শুভেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

কেন্দ্র সরকারের বিদ্যুৎ সংশোধনী বিলকে জনস্বার্থ বিরোধী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই বিলের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর বিরোধীদের তরফ থেকে আপত্তি জানানোয় এই বিল পাস করতে পারেননি কেন্দ্রীয় শাসক বাহিনী। তবে এবার ফের এই বিল পাস করা নিয়ে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে নাজেহাল হতে হচ্ছে সাধারন মানুষকে। সংশোধনী বিল অনুসারে প্রথমে নির্দিষ্ট বিলের টাকা জমা দিতে হবে সাধারণ মানুষকে। তারপরে ভর্তুকির টাকা পাঠানো হবে তাঁদের আ্যকাউন্টে । আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে একহাত নিতে ভুললেন না বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে টুইট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের , কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০-র বিরোধিতা আসলে কুমিরের কান্না ছাড়া কিছুই নয়। মূলত কলকাতার কিছু প্রাইভেট প্লেয়ার, যারা সবচেয়ে বেশি বিদ্যুৎ মাশুল নেয়, তাঁদের রক্ষা করার জন্যই এই কৌশল করছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় জনগণের স্বার্থে নয় , কেবল মাত্র ব্যক্তিগত উদ্দেশ্যেই এই বিরোধিতা।আর একান্ত প্রতিযোগিতা করতে হলে বিদ্যুৎ মাশুল কমানোর দিকে করুন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জাভেদ খান । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ হাওড়ার আমতা। কোথাও এক হাঁটু জল তো ,কোথাও এক গলা জল পার করে ত্রান নিতে যেতে হচ্ছে গ্রামের মানুষদের। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের বির্পযয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। […]
district_646

Subscribe US Now

error: Content Protected