কেন্দ্র সরকারের বিদ্যুৎ সংশোধনী বিলকে জনস্বার্থ বিরোধী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই বিলের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর বিরোধীদের তরফ থেকে আপত্তি জানানোয় এই বিল পাস করতে পারেননি কেন্দ্রীয় শাসক বাহিনী। তবে এবার ফের এই বিল পাস করা নিয়ে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে নাজেহাল হতে হচ্ছে সাধারন মানুষকে। সংশোধনী বিল অনুসারে প্রথমে নির্দিষ্ট বিলের টাকা জমা দিতে হবে সাধারণ মানুষকে। তারপরে ভর্তুকির টাকা পাঠানো হবে তাঁদের আ্যকাউন্টে । আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে একহাত নিতে ভুললেন না বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে টুইট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের , কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০-র বিরোধিতা আসলে কুমিরের কান্না ছাড়া কিছুই নয়। মূলত কলকাতার কিছু প্রাইভেট প্লেয়ার, যারা সবচেয়ে বেশি বিদ্যুৎ মাশুল নেয়, তাঁদের রক্ষা করার জন্যই এই কৌশল করছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় জনগণের স্বার্থে নয় , কেবল মাত্র ব্যক্তিগত উদ্দেশ্যেই এই বিরোধিতা।আর একান্ত প্রতিযোগিতা করতে হলে বিদ্যুৎ মাশুল কমানোর দিকে করুন।”