অবসরের পরেও শোকজের নোটিশ রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 51 Second

প্রধানমন্ত্রী রিভিউ বৈঠকে না থাকার জন্য এবার শো কজ করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার জন্য এবার কেন্দ্রীয় সরকারের শো কজের মুখে পড়তে হল রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। কলাইকুন্ডাতেই প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার কারণ দর্শানোর জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

কেন্দ্রীয় আন্ডার সেক্রটারি আশিস কুমার সিংহের পাঠানো চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা হয়েছে, “কলাইকুন্ডাতে রিভিউ বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হয় প্রথমে , তারপর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের স্থানে উপস্থিত হলেও তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।” কিন্তু ঠিক কেন এরকম ঘটনা ঘটেছে সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয় পাশাপাশি তাঁকে আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে,ইয়াস পরিস্থিতি পর্যবেক্ষণ বৈঠকটি নেতৃত্ব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী যিনি একই সঙ্গে জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগীয় প্রধানও বটে। ফলে তাঁর এই অনুপস্থিতি বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ নং ধারাকে লংঘন করে ।

প্রসঙ্গত উল্লেখ্য গত কালই রাজ্যের মুখ্য সচিব পদ থেকে পদত্যাগ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁকে মুখ্য উপদেষ্টা হিসেবে বহাল করেন মুখ্যমন্ত্রী। আলাপন বন্দ্যোপাধ্যায় শোকজের চিঠি পাঠানোর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে কিছুই বলেননি কারণ এই চিঠি এসে পৌঁছাবার আগেই সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করার জন্য কেন্দ্রকে বারবার বিরোধিতা করেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা ঠেকাতে যথেষ্ট কোভিশিল্ডের একটি ডোজ ? । এম ভারত নিউজ

দেশে করোনা সংক্রমণকে প্রতিহত করার এক এবং অদ্বিতীয় উপায় হল বিপুল পরিমাণে গণ টিকাকরণ। আর বর্তমানে দেশে সংক্রমনের তীব্রতাকে রোখার মত বিপুল টিকার উৎপাদন সম্ভব নয়। সেক্ষেত্রে একটি সার্ভে করে দেখতে পাওয়া গেছে দেশে মোট কুড়ি শতাংশ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে ইতিমধ্যেই। কোভ্যাক্সিন ও দেশে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডই দেওয়া হচ্ছে, […]

Subscribe US Now

error: Content Protected