অনুমতি ছাড়াই মার্কিন রণতরী ভারতীয় জলসীমায় মহড়া করেছে ঠিক এমনটাই অভিযোগ করা হয়েছে ভারতীয় নৌসেনার তরফে। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন আমেরিকান দায়িত্বপ্রাপ্ত নৌসেনার স্টিভেন ফ্লিট, বিশেষত তিনি তাঁর একটি বিবৃতিতে বলেছেন, “লাক্ষ্মদ্বীপের পশ্চিমে ১৩০ নটিক্যাল মাইল দূরত্বে আন্তর্জাতিক জলসীমা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের পূর্ব সম্মতির অনুরোধ না করে মহড়া চালিয়েছে। সমুদ্রপথে ভারত যে অত্যধিক দাবি করে, তা চ্যালেঞ্জ করেই সেই মহড়া চালানো হয়েছে। ” পাশাপাশি তিনি এও দাবি করেন ভারত জলসীমায়, নিজস্ব সীমার থেকে আরও বেশি দাবি করে থাকে। তবে আন্তর্জাতিক আইনে প্রদত্ত অধিকার, স্বাধীনতা এবং সমুদ্রের ব্যবহারের উপর ভিত্তি করে সেই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন নৌসেনা। প্রসঙ্গত উল্লেখ্য মার্কিন নৌসেনার সেভেনথ ফ্লিট যুক্তরাষ্ট্রে মোতায়েন করা নৌবহর গুলির মধ্যে সর্বোচ্চ নৌবহর। একটি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব জলসীমায় অর্থনৈতিক অঞ্চল হিসেবে ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার পর্যন্ত এলাকা নিজস্ব দখলে থাকে, ওই অঞ্চলের তেল, প্রাকৃতিক গ্যাস এবং মাছ সহ জলের সমস্ত সম্পদের একচেটিয়া অধিকার রয়েছে ওই দেশের।ওই অঞ্চলে যেকোনো সামরিক মহড়ার জন্যে সেই দেশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
অনুমতি ছাড়াই ভারতীয় জলসীমায় আমেরিকার খবরদারি । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 9 Second