বিধানসভা নির্বাচন ২০২১কে কেন্দ্র করে রাজ্যের চতুর্থ দফা নির্বাচনী প্রচার চলছে, আজ প্রচারে শেষ দিন। গত কয়েকদিনে বিভিন্ন সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্যের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মুসলিম সম্প্রদায়কে আবেদন জানান। আগামী দিনে তাঁকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তৃণমূল কংগ্রেসে ভোট দিতে আবেদন জানান। যার ফলে নির্বাচন কমিশনের তরফ থেকে নীতি ভঙ্গের অভিযোগে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়। নির্বাচন কমিশন ঘেরাও মন্তব্যের জন্য নোটিশ পাঠিয়েছে। কমিশন উত্তর চেয়েছে শনিবার সকাল ১১টার মধ্যে। তবে এই নোটিশ পাঠানোর পরই ,মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কমিশন যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব।’ পাশাপাশি তিনি এও বলেন আধাসেনাকে বিজেপি নিজের স্বার্থ মত ব্যবহার করছে তাই তিনি সিআরপিএফ সিআইএসএফ নিয়ে ততক্ষন কথা বলবেন যতক্ষণ পর্যন্ত বিজেপি তাঁদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে চলবে পাশাপাশি ,তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি এও বুঝিয়ে দেন তাঁর লড়াইটা বিজেপি সাথে, কোন আধাসেনার সাথে নয়। তিনি এও বলেন দেশের সেনাকে তিনি সম্মান করেন।
কমিশনের নোটিশের প্রেক্ষিতে জবাব মমতার । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 53 Second