এবার মাত্র সাড়ে ৪ ঘন্টাতেই হাওড়া থেকে পৌঁছে যাবেন রাঁচি ; জানেন কিভাবে? এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 59 Second

ভ্রমনপিপাসুদের জন্য আনন্দ সংবাদ। মাত্র সাড়ে চার ঘন্টাতেই হাওড়া থেকে ট্রেনে চাপলে পৌঁছে যাবেন রাঁচি। খুব শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া থেকে বন্দে ভারত (Vande bharat Express) এক্সপ্রেস । এই ট্রেনটি হাওড়া থেকে রাঁচি পর্যন্ত যাবে বলেই জানানো হয়েছে রেলের তরফে। হাওড়া থেকে রাঁচি পৌঁছানোর সময় ট্রেনটি ছুঁয়ে যাবে দুর্গাপুর , রাণীগঞ্জ, আসানসোল, ধানবাদ, চন্দ্রপুরা জংশন, বোকারো, মুরি স্টেশন। হাওড়া থেকে রাঁচির এই যাত্রাপথ অতিক্রম করতে মাত্র সাড়ে চার ঘণ্টা লাগবে বন্দে ভারত এক্সপ্রেসের।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রিমিয়াম ট্রেন হওয়ায় বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কিছুটা বেশি হবে। হাওড়া-রাঁচি রুটে যাত্রী সংখ্যা বেশ ভালো পাওয়া গেলে রেলের লাভ হবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ইতিমধ্যেই ট্রেনটি চালু করার বিষয়ে রেল বোর্ডের কথা হয়েছে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে। বন্দে ভারতের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯৯.৩ কিলোমিটার থেকে ২০৪.৫ কিলোমিটার হাওড়া থেকে রাঁচির যাত্রাপথের ক্ষেত্রে। তবে, রুটের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে গেলেও এই যাত্রাপথে ট্রেনটি কোথায় কোথায় থামবে, সেই সংক্রান্ত বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পাল্টে যাচ্ছে 'পুরী'র নাম, জানুন তালিকায় রয়েছে কোন কোন নাম । এম ভারত নিউজ

জগন্নাথ দেবের ধাম পুরী । সময় পেলেই কেউ যান জগন্নাথ দেবের দর্শন করতে আবার কেউ চলে যান বেড়াতে। এবার দাবি উঠল এই পুরীর নাম পাল্টানোর। আর তা নিয়েই ওড়িশার রাজনৈতিক ও আধ্যাত্মিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি একের পর এক ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের নাম বদল করে চলেছে । […]

Subscribe US Now

error: Content Protected