আমফান, ইয়াসের পর আতঙ্ক বাড়াচ্ছে জাওয়াদ। এম ভারত নিউজ

admin

আমফান ও ইয়াসের পর আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। যার আতঙ্কে একগুচ্ছ ট্রেন বাতিল থেকে শুরু করে রাজ্য ও এলাকা ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে সরকার৷

0 0
Read Time:2 Minute, 29 Second

আমফান ও ইয়াসের পর আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। যার আতঙ্কে একগুচ্ছ ট্রেন বাতিল থেকে শুরু করে রাজ্য ও এলাকা ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে সরকার৷ হাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, অন্ধপ্রদেশ ওবং ওড়িশা উপকূলে আগামী ৪ ডিসেম্বর সকালে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য থেকে বিদায় নেবার পর এটিই প্রথম ঘূর্ণিঝড়। কিন্তু ঘূর্ণিঝড়টির এমন নামের পেছনে তাৎপর্য কি? কী বা মানে এই নামের ?
এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। ‘জাওয়াদ’ একটি আরবি শব্দ। এর অর্থ উদার বা করুণাময়৷ কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নামের অর্থ আবার করুণাময়? আবহওয়াবিদের মতে, ইয়াস, গুলাব বা ফণির মতো আসন্ন জাওয়াদ ঝড়টি ততটাও বিধ্বংসী বা ভয়ঙ্কর নয়৷ এ কথা মাথায় রেখেই তার নাম রাখা হয়েছে ‘জাওয়াদ’ বা ‘উদার’৷ আবহাওয়া অফিসের তরফে জানিয়েছে, উপকূলবর্তী অঞ্চলে শনিবার থেকে হাওয়ার বেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। তা সর্বোচ্চ পৌঁছাতে পারে ৮০ কিলোমিটারে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আন্দামান সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এছাড়াও এই ঘূর্ণিঝড়ের জেরে শনি ও রবিবার রাজ্যে বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। শনিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাধুর বেশে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ মহিলাকে । এম ভারত নিউজ

এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক সাধুর বিরুদ্ধে। এই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকার সুকান্ত পল্লীতে। ধর্ষিতা গৃহবধূ শর্মিলা চৌধুরী অভিযোগ করেন যে, তার প্রতিবেশী বিমল বিশ্বাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই সাধুবেশে বিভিন্ন জায়গায় ভিক্ষে করে বেড়ান। তিনি বহুদিন ধরেই ওই গৃহবধূকে নানা ভাবে উত্যক্ত করতেন। […]

Subscribe US Now

error: Content Protected