‘সম্ভাব্য অতিমাতরির শেষ পর্যায়ে পৌঁছেছে ভারত’ , হু প্রধান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 24 Second

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে বশ্যতা স্বীকার করাতে পারলেও, ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। আর সেই পরিস্থিতিতে বেশ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে সাহায্য করলেন হু প্রধান। তাঁর ধারণা ভারত সম্ভাব্য করোনার এন্ডেমিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। অর্থাৎ করোনা সংক্রমণের শেষ হওয়ার পর্যায় শুরু হয়ে গিয়েছে ভারতে। যে কোন ভাইরাসকে সঙ্গে নিয়ে যখন কোন জনজাতি বাঁচতে শুরু করে ,তাকেই বলা হয়ে থাকে সেই সংক্রমণের এন্ডেমিক পর্যায়। তবে এন্ডেমিক পর্যায়ে যে সংক্রমণ একেবারেই হবে না ঠিক তা নয়। সে ক্ষেত্রে ভয়াবহতার পরিমাণ থাকবে বেশ কিছুটা কম । অন্তত দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের ভয়াবহতা কোনভাবেই আর পুনরায় দেখা যাবে না বলেই মনে করছেন তাঁরা।

এই প্রসঙ্গে সৌমা জানিয়েছেন, ‘ বর্তমানে আমরা এন্ডেমিসিটির এমন পর্যায়ে যাচ্ছি, যেই পর্যায়ে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যেতে পারে। কিন্তু কয়েক মাস আগের মত ভয়াবহ ভাবে বেড়ে চলা সংক্রমণ হয়ত আর দেখা যাবে না। তিনি আরও বলেন, ‘ভারতে বিভিন্ন ধরনের জনগণের বাস। সেক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে থাকা নাগরিকদের শারীরিক প্রতিরোধ ক্ষমতারও বেশ কিছুটা অন্তর রয়েছে। তাই এই ধরনের দেশের ক্ষেত্রে সংক্রমণ পরিস্থিতির ওঠানামা খুব স্বাভাবিক একটি বিষয়। সেক্ষেত্রে মূলত যেসকল এলাকাগুলিতে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কম ছিল বা যে এলাকায় টিকাকরণ এখনও সীমিত পর্যায়ে সম্পন্ন হয়েছে, সেখানে আগামী দিনে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আসানসোলে বাস থেকে উদ্ধার হল ৩০ কেজি বোমা । এম ভারত নিউজ

আসানসোলের যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল ৩০ কেজি তাজা বোমা। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির কাছে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর গতকাল রাত ১১ টা ১৫ নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ । তারপরই পূর্ব বর্ধমানের পানাগর থেকে ওই বাসটির পিছু নেয় সেনা ছাউনি […]
News_996

Subscribe US Now

error: Content Protected