হিংসা ! বউমাকে জাপটে ধরলেন করোনা আক্রান্ত শাশুড়ি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 4 Second

করোনার কারণে বাড়িতে আইসোলেশনেই ছিলেন মহিলা। কিন্তু তাঁকে এড়িয়ে পরিবারের সকলেই ভালো আছে দিব্যি, এটা কিছুতেই মেনে নিতে পারননি তিনি। নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে হঠাৎ বউমাকে জড়িয়ে ধরে বললেন “আমি একা কেন থাকব! তোমারও করোনা হোক।” এই ঘটনায় কার্যতই চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানার থিমাপুর গ্রামে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন তেলেঙ্গানার রজান্যা জেলার থিমাপুর গ্রামের ওই মহিলা। তারপর থেকে বাড়িতে নিজের ঘরেই আইসোলেশনেই ছিলেন তিনি। খাবার রেখে দেওয়া হচ্ছিল তাঁর ঘরের বাইরে। করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে এড়িয়েই চলছিলেন বাড়ির অন্যান্যরা। কিন্তু তা মেনে নিতে পারলেন না ওই মহিলা। একদিন দুপুরবেলা হঠাৎই বেরিয়ে এসে জড়িয়ে ধরলেন বছর ২০ এর বউমাকে। জড়িয়ে ধরে বললেন “আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও? শুধু আমার কেন হবে,তোমারও হোক”। এই ঘটনায় হতভম্ব গোটা পরিবার। সংবাদমাধ্যমকে ওই পুত্রবধূ জানিয়েছেন, একা থাকাটা একেবারেই পছন্দ হয়নি তাঁর। শুধু তিনিই করোনা আক্রান্ত হয়েছেন বাকি সবাই সুস্থ আছে এই ঈর্ষার বশে তাঁকে এসে জড়িয়ে ধরেন শাশুড়ি। এই জড়িয়ে ধরার পরই অবশ্য ওই মহিলাকে অন্যত্র পাঠিয়ে দেয় পরিবার। কিন্তু শেষরক্ষা হয়নি তাতে। এই জড়িয়ে ধরার ২-৩ দিনের মধ্যেই করোনা আক্রান্ত হন বউমাও। এই ঘটনায় কার্যতই ক্ষুব্ধ পুত্রবধূর পরিবারও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজীবন বৈধ টেট সার্টিফিকেট, ঘোষণা শিক্ষা মন্ত্রকের । এম ভারত নিউজ

এবার টেট(TET) পাশ করলে সেই সার্টিফিকেটের বৈধতা পাওয়া যাবে আজীবন। এদিন এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক এদিন ট্যুইট করে জানান এই নতুন নির্দেশিকার কথা। কিন্তু এক্ষেত্রেও থেকেই যাচ্ছে একটি সংশয়। টেট সাধারণত কেন্দ্র এবং রাজ্য দুধরনেরই হয়। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী শুধুমাত্র টেটের কথাই বলেছেন। তাই […]

Subscribe US Now

error: Content Protected