করোণা রুখতে নয়া নিয়ম বিহারে। এবার চালু হল নাইট কার্ফুও। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান “গোটা রাজ্যজুড়ে রাত ৯ টা থেকে ভোর ৫টা অবধি চলবে কার্ফু। মাছ, মাংস, সবজি এবং দরকারি সমস্ত জিনিসের দোকানপত্রও বন্ধ করতে হবে সন্ধ্যে ৬টার মধ্যেই। রেস্টুরেন্ট এবং খাওয়ার দোকানগুলি হোম ডেলিভারি বা খাবার কিনে আনার জন্যই খোলা থাকবে রাত ৯টা অবধি’
শুধু কার্ফই নয়। স্কুল,কলেজ সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই আগামী ১৫ই মে অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই সময়ের মধ্যে সরকারি এবং আধা সরকারি স্কুল কলেজগুলি কোনো পরীক্ষা নিতে পারবেনা বলেও জানানো হয়েছে। এছাড়াও সব রকম ধর্মীয় স্থান,পার্ক,সিনেমা হল,ক্লাব,জিম,শপিং মল ইত্যাদিও বন্ধ থাকবে আগামী ১৫ই মে অবধি। কোনো বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সর্বোচ্চ ১০০জন এমনটাই জানান নীতিশ কুমার।
রবিবার ২৪ঘন্টায় ৮৬৯০টি নতুন করোণা কেস ধরা পড়েছে বিহারে। এখনো অবধি রাজ্যে মৃতের সংখ্যা ১৭২২। এই পরিস্থিতি সামাল দিতেই এমন সিদ্ধান্ত নীতিশ কুমারের সরকারের।