টিকাকরনের পরেই খুলবে স্কুল-কলেজ : ব্রাত্য বসু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

রাজ্যের জন্য কেন্দ্র যে-হারে করোনা ভ্যাকসিন পাঠাবে, সেই ভাবেই ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে এমনটাই জানাল রাজ্য সরকার এবং প্রত্যেককে ভ্যাকসিন দিয়েই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে শুক্রবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী এ দিন জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে ধাপে ধাপে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পরেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রীর ভ্যাকসিন নেওয়া বাকি থেকে গেলে অবশ্যই আমরা তাঁদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়েছে। স্কুলের পড়ুয়াদেরও ভ্যাকসিন দেওয়া হবে।”

যাদবপুর-সহ পশ্চিমবঙ্গের অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি আন্দোলনে নেমেছে। গত বুধবার নবান্ন অভিযানের পরে সোমবার ফের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্রদের তরফ থেকে। শিক্ষামন্ত্রী বলেন, “ওদের জেনে রাখা প্রয়োজন, করোনার কারণে কেরলের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। কেরল সরকারের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতি সম্পূর্ণ পর্যালোচনা করে তার পরে ক্যাম্পাস খোলার কথা ভাবা হবে। এই সরকারি সিদ্ধান্তকে কেরলের ডান ও বাম সব ছাত্র সংগঠনই স্বাগত জানিয়েছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতি, চাঞ্চল্য সন্তোষপুরে । এম ভারত নিউজ

ফের একবার অভিযোগ উঠলো ব্যাঙ্ক জালিয়াতির। এবার খোদ পুলিশ কর্মীর অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েবের অভিযোগ। কলকাতা পুলিশের প্রতারিত ওই কনস্টেবল সন্তোষপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খিদিরপুর শাখায় তাঁর অ্যাকাউন্টে গতকাল টাকা জমা পড়ে বেতনের। এরপরেই কনস্টেবলের অভিযোগ, দুপুরে তাঁকে ফোন করে জানিয়ে পাঁচ দফায় তুলে নেওয়া হয় ৫০ […]

You May Like

Subscribe US Now

error: Content Protected