Read Time:1 Minute, 12 Second
ভারত-বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জে দুই সহকর্মীকে গুলি করে মেরে আত্মসমর্পণ করলেন এক বিএসএফ জওয়ান । গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ কর্মীর যাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন এবং আরেকজন ছিলেন কনস্টেবল। মঙ্গলবার রাতে গুলি চালিয়ে দুই সহকর্মীকে মেরে ফেলার পরেই আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত বিএসএফ কনস্টেবল। বিএসএফ সূত্রের খবর, মঙ্গলবার রাতে মালদাখণ্ড আউটপোস্টে কর্মরত ছিলেন ইন্সপেক্টর মহিন্দার সিং ভাট্টি, কনস্টেবল অনুজকুমার এবং কনস্টেবল উত্তম সূত্রধর। সেই রাতে হঠাৎই উত্তম সূত্রধর মহিন্দার ও অনুজকুমারকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁরা। কর্তব্যরত অন্য জওয়ানরা গুলির শব্দ পেয়ে কী হয়েছে দেখতে গেলে তখনই তাঁদের সামনে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ওই জওয়ান।
